গার্মেন্টস শিল্পের কিছু বেসিক প্রশ্ন ও উত্তর সমূহ

 প্রশ্নঃ ডিফেক্ট কত প্রকার?

উত্তরঃ তিন প্রকার

v  Major

v  Minor

v  Critical

প্রশ্নঃ ফেব্রিক defect কি কি?

উত্তরঃ

v  Fabric Fault

v  Fabric Hole

v  Fabric Slap

v  Fabric Run

v  Colour Contamination

প্রশ্নঃ Iron defect কি?

উত্তরঃ যে ডিফেক্ট আয়রন এর মাধ্যমে হয় তাকে আইরন ডিফেক্ট বলে যেমন Crease Mark, Shining Mark

প্রশ্নঃ Iron ক্ষেত্রে কত সংকেত তাপমাত্রা কত ডিগ্রী বুঝায়?

উত্তরঃ 110 ডিগ্রী তাপমাত্রা বুঝায় ১৫০ ডিগ্রি তাপমাত্রা বুঝায়

210 ডিগ্রি তাপমাত্রা বুঝায়

প্রশ্নঃ Lay কি?

উত্তরঃ Lay হল কাপড়ের প্রতিস্থাপন

প্রশ্নঃ Shade কাকে বলে?

উত্তরঃ একই কাপড়ের মধ্যে রংয়ের পরিবর্তন হলে তাকে Shade বলে

প্রশ্নঃ Cutt mark কাকে বলে?

উত্তরঃ Cutt Mark হল সেলাইয়ের আগে সেলাইয়ের জন্য Cutting থেকে যে Mark

দেওয়া হয় তাকে Cutt Mark বলে

প্রশ্নঃ লাইনে Blue ও Black Card বলতে কি বুঝ?

উত্তরঃ লাইনে Blue Card হল Technical ProblemBlack Card  হল Mechine Problem

প্রশ্নঃ Zipper কয়টি অংশ?

উত্তরঃ জিপারের পাঁচটি অংশ

v  Zipper Tape

v  Zipper Teeth

v  Runner

v  Puller

v  Stopper

প্রশ্নঃ A.Q.L ফুল মিনিং কি?

উত্তরঃ Acceptable Quality Level

প্রশ্নঃ নিডেল কত প্রকার ও কি কিএবং কোন নিডেল কোন কাজে ব্যবহার করা হয়?

উত্তরঃ নিডেল তিন প্রকার

v  Sharp Neddle

v  Ball Point Neddle.

v  Universal Neddle.

Sharp Neddle Lock Stc, Ball Point Neddle Chain Looper এবং Universal

Neddle উভয় কাজে ব্যবহার করা হয়

প্রশ্নঃ ওয়াস প্রকার ও কিকি?

উত্তরঃ Wash 5 প্রকার

v  Normal Wash.

v  Enzyme Wash.

v  Silicon Wash.

v  Sone Wash.

v  Garment Wash.

প্রশ্নঃ Marker কত প্রকার ও কি কি?

উত্তরঃ Marker 5 প্রকার

v  Group Marker

v  Solid Marker

v  Lay Way Marker

v  All Garments One Way Marker

v  Salty Marker

প্রশ্নঃ Fusing কত প্রকার ও কি কি?

উত্তরঃ ফিউজিং দুই প্রকার

v    Cotton Fusing

v    Paper Fusin

প্রশ্নঃ মেশিনে গেজ ব্যবহার করা হয় কেন?

উত্তরঃ সুইং অ্যালাউন্স ঠিক রাখার জন্য মেশিনে গেজ ব্যবহার করা হয়

প্রশ্নঃ মোকআপ কিকেন ব্যবহার করা হয়?

উত্তরঃ Mock Uকাজের নমুনা এবং কাজের নমুনা বোঝার জন্য Mock Uব্যবহার করা হয়

প্রশ্নঃ Trim Card কি? Trim Card কেনো ব্যবহার করা হয়?

উত্তরঃ কাজ শুরু করার জন্য যেসব পণ্য বা উপাদান ব্যবহার করা হয় সেসব উপাদানের Approval Card হল Trim Card

প্রশ্নঃ Process ও Part পার্থক্য কি?

উত্তরঃ যা সেলাই করা হয় তা হল Process ও যাকে সেলাই করা হয় তা হল Part

প্রশ্নঃ ইঞ্চিতে কত সেঃ মিঃ?

উত্তরঃ ইঞ্চিতে ২.৫৪ সেন্টিমিটার

প্রশ্নঃ ১ইঞ্চিতে কত সুতা?

উত্তরঃ ১ ইঞ্চিতে৮ সুতা

প্রশ্নঃ Measurement Tape কি?

উত্তরঃ Measurement Tape হল পরিমাপ করার ফিতা

প্রশ্নঃ Measurement Tape কি কি আছে?

উত্তরঃ Measurement tape ১৫০০ মিলিমিটার, 150 সেন্টিমিটার, 60 ইঞ্চি, 480 সুতা, 1.66 গজ, 5 ফুট




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.