আসন্ন এমসিকিউ ও লিখিত পরীক্ষার্থীদের জন্য রিভিশন সংক্ৰান্ত কিছু প্রশ্ন ও উত্তরঃ

. অস্থায়ী নিষেধাজ্ঞা ভ্যাকেট হলে - রিভিশন

. অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে - রিভিশন

. অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল হলে - রিভিশন

. নালিশী মাললা খরিজ হলে - রিভিশন

. আপীল রিজেক্ট হলে - রিভিশন

. ডিক্রী রদ হলে - রিভিশন.

. তামাদি আইন - রিভিশন নেই

. অভিযোগ গঠনের বিরুদ্ধে সংক্ষদ্ধ প্রতিকার - রিভিশন

. ম্যাজি মামলা নিতে অস্বীকার করলে - রিভিশন দায়রা আদালতে

১০. সকল আদালতের ডিক্রির বিরুদ্ধে - রিভিশন হাইকোর্ট

১১. জেলা জজ ,অতিরিক্ত জেলা জজ এর আদেশের বিরুদ্ধে - রিভিশন হাইকোর্ট

১২. সহকারী জজ, সিনিয়র সহকারী জজ যুগ্ন জেলা জজ এর আদেশের বিরুদ্ধে - রিভিশন জেলা জজের নিকট

১৩. যেখানে আপিল চলে না সেখানে - রিভিশন

১৪. অর্থদণ্ড ২০০ টাকার কম হলে - রিভিশন

১৫. সোলে ডিক্রির বিরুদ্ধে প্রতিকার - রিভিউ এবং রিভিশন

১৬. মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত ডিক্রি - আপীল বা রিভিশনযোগ্য নয়

১৭. রিভিশন মামলা দায়ের করার প্রধান কারণ - আইনগত ভুল ন্যায়বিচারে বিঘ্ন ঘটা

১৮. রিভিশন আপিল দায়ের করতে হয় - উচ্চ আদালতে

১৯. দেওয়ানি মামলায় - দ্বিতীয় রিভিশন দায়ের করা যায় কিন্তু দ্বিতীয় আপিল করা যায় না

২০. দেওয়ানী রিভিশন বার বার

২১. ফৌজদারী রিভিশন বার

২২. জেলা জজকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে ২০০৩ সালে

২৩. রিভিউ দরখাস্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার - রিভিশন

২৪. আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করলে, আসামীর করণীয় - রিভিশন

২৫. ফৌজদারি রিভিশন নিষ্পতি হয় ৯০ দিনে

২৬. রিভিউ নামঞ্জুর করা হলে - রিভিশন

২৭. মোকাদ্দমা স্থানান্তরের আদেশের বিরুদ্ধে - রিভিশন

২৮. নারাজী মঞ্জুর বা নামঞ্জুর হলে - রিভিশন

২৯. প্লিডিংস মঞ্জুর বা নামঞ্জুর হলে - রিভিশন




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.