একই সাথে টর্ট, চুক্তিভঙ্গ ও ফৌজদারি অপরাধ বিদ্যমান
জনাব 'Z' তার ক্ষতিগ্রস্ত একটি দাঁত উত্তোলনের জন্য জৈনিক ডাক্তারের সাথে চুক্তি করে কিন্তু ডাক্তার ক্ষতিগ্রস্ত দাঁতটি উত্তোলন না করে জনাব 'Z' এর একটি ভালো দাঁত উত্তোলন করে এক্ষেত্রে একসাথে টর্ট, চুক্তিভঙ্গ ও ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে যেমন-
১) ডাক্তার জনাব 'Z' এর ভালো একটি দাঁত উত্তোলন করেছে - এটি ফৌজদারি অপরাধ
২) ডাক্তারের অবহেলার কারণে এমনটি ঘটেছে - এটি টর্ট
৩) ডাক্তার জনাব 'Z' এর ক্ষতিগ্রস্ত দাঁতটি উত্তোলন করেনি - এটি চুক্তিভঙ্গ
কোন মন্তব্য নেই