গার্মেন্টস মার্চেন্ডাইজারের কাজসমূহ
প্রধান কাজসমূহঃ
(ক) অর্ডার সংগ্রহকরণ
১। বায়ারের নিকট থেকে অর্ডার ইনকোয়ারি সংগ্রহ করা
২। পোশাকের উৎপাদন বিষয়ক খরচ
৩। পোশাকের মূল্য নির্ধারণ
৪। মূল্যের দরকষাকষি করন
৫। পোশাকের আদেশ নিশ্চিত করন
৬। পোশাকের সিডিউল নিশ্চিতকরণ
একজন মার্চেন্ডাইজারকে ক্রেতার নিকট থেকে অর্ডার ইনকোয়ারি সংগ্রহ করতে হবে এবং তার উপর উৎপাদন খরচ হিসাব করে পোশাকের মূল্য নির্ধারণ করে তা বায়ারকে প্রদান করতে হবে
(খ) কাঁচামাল সংগ্রহকরণ
১। পোশাকের জন্য প্রয়োজনীয় পরিমান কাপড়ের হিসাব
২। পোশাক প্রস্তুত কারখানায় আমদানিকৃত কাপড়সমূহের সম্ভব্য প্রাপ্তির তারিখ
৩। উপযুক্ত সরবরাহকারি নির্বাচন
৪। উৎপাদন ব্যায় এবং শ্রমিকদের মজুরি প্রদান
৫। শিডিউল বা পূর্বাদেশ অনুযায়ী কাপড় সরবরাহ করছে কিনা তা অনুসরণ করা
৬। কাঙ্ক্ষিত বস্তূর সুনির্দিষ্ট ও আদর্শ নকশা প্রেরণ
৭। ভান্ডারের বিভিন্ন তথ্য সংগ্রহকরণ
৮। নির্দেশক্রম অনুসারে ভান্ডারে প্রাপ্ত মালামালের সঠিক পরীক্ষা-নিরীক্ষা করা
(গ) পোশাক প্রস্তুতকরণ
১। আদেশপত্রের সংখ্যা জানা
২। জাহাজে বা বিমানে রপ্তানি তারিখ জানা
৩। পোশাক উৎপাদন পরিকল্পনা
৪। প্রি-শিপমেন্ট ইন্সপেকশন তালিকা
(ঘ) পোশাক রপ্তানিকরন
১। পরিবহনের ধরণ (আকাশ পথে/সাগর পথে)
২। শিপিং লাইন (নিজস্ব/ক্রেতার)
৩। FOB/C&F/CIF (FOB: Free on Board, C & F : Cost & Freight, CIF : Cost, Insurence & Freight)
৪। সঠিকভাবে শিপমেন্ট ডকুমেন্ট তৈরী করা
কোন মন্তব্য নেই